চান্স পেলে কি নকশি কাথা দিবা আমাদের?

সেন্ট জোসেফের ভাইবাতে প্রধানত আমাকে নাম, বাবা-মার নাম, কি করেন এসব প্রশ্ন করেছিল। এরপর
“তোমাদের গ্রামের বাড়ি কোথায়?”
“ঝিনাইদাহ”
“ঝিনাইদহ কিসের জন্য বিখ্যাত?”
আমার কিছু মনে ছিল না। মাথায় আসল নকশি কাথা।
আমি জানি আমি পারি না তাও confidently বললাম “নকশি কাথা”।
স্যার অন্য স্যারের দিকে তাকায়ে হাসলেন। এরপর রসিকতা করে আমাকে বললেন,
“এখানে চান্স পেলে কি নকশি কাথা দিবা আমাদের?”
“জি স্যার”
“আচ্ছা যাও”

মোঃ সালেহীন ইসলাম