আমাদের সম্পর্কে

আমরা যারা এস এস সি পাশ করে বের হয়েছি তাদের সকলেরই একটা আইডেন্টিটি ক্রাইসিস থাকে। এতদিন তো অমুক স্কুলে ছিলাম এখন কোথায় যাব । মনের গভীরে একটা সুপ্ত বাসনা থাকে একটা ভালো কলেজে পড়ব কিন্তু হবে কি সেই ইচ্ছে পূরণ?- এই ভয়ে দিন যায় রাত আসে । ভালো একটা কলেজে চান্স পাবার জন্য তোমরা অনেকেই অনেক জায়গায় বা কোচিংএ পড়াশোনা করছ । সেখানে হয়ত লিখিত পরীক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতির ব্যাবস্থা থাকে কিন্তু ভাইবা নিয়ে তেমন একটা দেখা যায় না। আর ছেলেবেলা থেকে খুব বেশি ভাইবা দেয়া হয় না আমাদের কারোরই তাই মৌখিক পরীক্ষা বা ভাইবার কথা শুনলেই আমাদের গলা শুকিয়ে যায়।
যদি এমন হত যে ঐ সব জায়গায় চান্স পাওয়া বা ভাইবার সম্মুখীন হওয়া সিনিয়রদের অভিজ্ঞতা জানা যায় তবে তোমাদের এই ভাইবা ভীতি সহজেই দূর হবে। তোমরাও সেই অনুসারে প্রস্তুত হতে পারবে।