সর্ব দক্ষিণের থানা কোনটি?
নটর ডেমে যে আমি লিখিত পরীক্ষায় টিকে ভাইবা তে চান্স পাব সেটায় আমার কাছে স্বপ্নের মত। যায়হোক ভাইবার দিন একটা ফুল হাতার শার্ট আর একটা প্যান্ট পড়ে গেলাম। কিন্তু শার্ট ইন করি নি। কিন্তু হাতা না গুটিয়ে ফুল হাতা করে রেখেছিলাম ।
এরপর আমাকে ডাকলে আমি ভেতরে গেলাম । স্যার বসতে বললেন। আমি বসলাম। আমি আমার সহশিক্ষা কার্যক্রম এর সার্টিফিকেটগুলো সাথে নিয়েছিলাম। স্যার আমাকে প্রথমে আমার নাম জিজ্ঞেস করলেন বললাম। এরপর
“বাংলাদেশের সর্ব উত্তরের থানা কোনটি?”
“সরি স্যার”
“বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা কোনটি?”
“সরি স্যার”
“বাংলাদেশের বিভাগ কয়টি ?”
“৭ টা”[আমি যখন পরীক্ষা দিছিলাম তখন ৭ টা ছিল]
“sure?”
“জি স্যার”
“আচ্ছা তা তুমি কি কি সার্টিফিকেট আনছ বল।”
আমি আমার অলিম্পিয়াডগুলো যেসব জায়গায় আরকি কিছু না কিছু এচিভ করছি সেগুলো বললাম।
এরপর যেতে বললেন চলে আসলাম ।